উৎসবমুখর পরিবেশে বগুড়ার শাজাহানপুর উপজেলার খাউড়া খালের পাড়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে ২শ’ বছরের ঐতিহ্যবাহী খাউড়া মেলা।
এই মেলাকে ঘিরে নাইওরি দিয়ে কানায় কানায় ভরে উঠে এই উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা, চান্দাই, শেরকোল, চাঁচাইতারা, মাদলা, সুজাবাদ, বোহাইল, মোস্তাইল, দুবলাগাড়ী, চোপীনগর, শাহ্নগরসহ আশপাশ এলাকার প্রতিটি বাড়ি-ঘর। এখানে সন্ন্যাসী পুজাকে ঘিরে প্রায় ২শ’ বছর যাবত ফাল্গুন মাসের ১ম বুধবারে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে খাউড়া মেলা।
এই মেলা থেকে কেনা আকর্ষণীয় বড় বড় মাছ, মাংস, ফাল্গুনের মিষ্টি বড়ই, হরেক রকমের মিষ্টান্ন দিয়ে চলে নাইওরি আপ্যায়ন। এ মেলাতে কে কত বড় মাছ কিনবেন এ নিয়ে প্রতিযোগিতায় নামেন শ্বশুর-জামাইরা। মেলার পরদিন আজও যথারীতি কাঠের আসবাবপত্র বেচা-কেনা চলছে হরদমে।
বিশেষ দ্রষ্টব্য:
তথ্য সংগ্রহ: বাংলাদেশ বেতার রাজশাহী বার্তা বিভাগ (ফেসবুক ফ্যানপেইজ) ।