Friday, November 13, 2020

VOV SAB Contest 2020

VOV SAB Contest 2020 

Voice of Vietnam এর বাংলাদেশের কেন্দ্রীয় শ্রোতাসংঘ VOV Spectators' Association Bangladesh ঘোষনা করেছে তাদের বাৎসরিক কুইজ প্রতিযোগিতা VOV SAB Contest 2020 এর। সাধারণ তিনটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেওয়া যাবে তিনটি World Band Shortwave Radio সাথে থাকছে ২৫টি শান্তনা পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীর জন্য সনদ।

VOV SAB Contest 2020 বিস্তারিত 

মাত্র তিনটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেওয়া যাবে মোট ২৮ টি পুরস্কার। উত্তরদিতে হবে বহুনির্বাচনী প্রশ্নপত্র থেকে। অর্থাৎ প্রতিটি প্রশ্নের দেওয়া তিনটি উত্তর থেকে বেছে নিতে হবে সঠিক উত্তর। 

[সঠিক উত্তরের জন্য সংগ্রহ করুন VOV Spectators' Association Bangladesh এর বুলেটিন VOV SAB Batayan এর Year 2 Edition 2 (November 2020)সংখ্যা। VOV-SAB এর নিবন্ধিত সদস্যরা ১৯ নভেম্বর ২০২০ এর মধ্যে পেয়ে যাবেন নতুন সংখ্যাটি। নতুন রেজিস্ট্রেশন লিংক ]

অংশগ্রহণের নিয়মাবলী

  • নিচে দেওয়া ফর্মের মাধ্যমে অংশ নিতে হবে। অবশ্য VOV SAB Contest 2020 লিংকের মাধ্যমেও অংশ নেওয়া যাবে।
  • একজন একাধিক উত্তর পাঠাতে পারবেন, তবে একটি মোবাইল ফোনের জন্য একজনকে বিবেচনা করা হবে। (একই মোবাইল নম্বর একাধিক জনের হলে বিজয়ি হিসেবে একজনকে বিবেচনা করা হবে।)
  • লটারির মাধ্যমে (কম্পিউটারের সাহায্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ) বিজয়ি নির্বাচন করা হবে। এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচনা করা হবে।
  • প্রতিটি প্রশ্নের তিনটি করে উত্তর দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তর বাছাই করতে হবে। এখানে মনে রাখা দরকার সঠিক উত্তর কম্পিটারে দেওয়া আছে তাই এটা স্বয়ংক্রিয়ভাবে সঠিক উত্তরদাতাদের তালিকা করে ফেলবে।
  • উত্তর দেওয়ার সময় মোবাইল নম্বর সঠিক ও যথাযথ ভাবে দেখে নিতে হবে। কারন মোবাইল নম্বর ভুল হলে শান্তনা পুরস্কার পাওয়া সম্ভব হবেনা। বিজয়ী হলেও ভুল নম্বরের জন্য সে পুরস্কার অন্য কেউ পেয়ে যেতে পারে।
  • উত্তর অনলাইনের মাধ্যমে ২৫ ডিসেম্বর ২০২০ এর মধ্যে দেওয়া যাবে।
  • বিজয়ী ঘোষনা করা হবে ০১ জানুয়ারি ২০২১। বিজয়ীদের পরবর্তী ৭ দিনের মধ্যে উপহার পাঠানোর ব্যবস্থা করা হবে। 
  • রেডিও বিজয়ীদের কুরিয়ারের মাধ্যমে রেডিও পাঠানো হবে। 

VOV SAB Contest 2020 Form


কুইজের পুরস্কার 

  • প্রথম পুরস্কার একটি World Band Shortwave Radio
  • দ্বিতীয় পুরস্কার একটি World Band Shortwave Radio
  • তৃতীয় পুরস্কার একটি World Band Shortwave Radio
  • World Band Shortwave Radioএর বিস্তারিত VOV Spectators' Association Bangladesh এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • শান্তনা পুরস্কার ২৫ টি । প্রতিটি ৩০ টাকার মোবাইল রিচার্জ।

অংশগ্রহনকারী প্রত্যেকে পাবেন অংশগ্রহণের সনদ।

কুইজ ব্যবস্থাপনার বিস্তারিত

  • আয়োজক :  VOV Spectators' Association Bangladesh
  • উপহার সহায়তা : S21TS, রাজশাহী
  • প্রচার সহযোগিতায়: ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, বোয়ালমারী, ফরিদপুর
  • প্রযুক্তি সহায়তা : Wave Surfers' Association, রাজশাহী
For more Quiz Please visit : Quiz Corner of S21TS


ভালবাসার রূপালী সুর