আলতাফ মিয়ার ৫ বিঘা জমির বিনিময়ে শখের রেডিও সেট ক্রয় বেতারের প্রতি এক অদৃশ্য ভালোবাসার বহিঃপ্রকাশ।
১৯৬৫ সালে ৫ বিঘা জমির বিনিময়ে জাপানি এই রেডিও সেট ক্রয় করেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রহিমাবাদ গ্রামের আলতাফ মিয়া। আমাদের ধারণা তিনি রেডিওকে অত্যাধিক ভালোবাসতেন এবং মনেপ্রাণে স্থান দিয়েছিলেন বিভিন্ন বেতার কেন্দ্রকে আর এই বেতার কেন্দ্রগুলি ছিল তার কাছে সুস্থ গণমাধ্যমের একমাত্র ভরসা।ছবি ও তথ্য সংগ্রহ:- https://www.facebook.com/Reajullll