Monday, September 7, 2020

রেডিও তেহরানের বিশেষ আয়োজন। নতুন আঙ্গিকে সাজানো প্রিয়জন অনুষ্ঠান সকল শ্রোতার কাছে ভালো লাগছে’


সেপ্টেম্বর ০৭, ২০২০ ২০:৪১ Asia/Dhaka
  • ‘নতুন আঙ্গিকে সাজানো প্রিয়জন অনুষ্ঠান সকল শ্রোতার কাছে ভালো লাগছে’

রেডিও তেহরানের সকল পরিবেশনা আমাকে মুগ্ধ করে আর সে কারণেই রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে কখনোই মিস করি না। 

জুলাই মাসের ১১ তারিখের রেডিও তেহরানের ‘ইরান ভ্রমণ’- অনুষ্ঠানে আক্তার জাহান ও রেজোয়ান হোসেন-এর উপস্থাপনা আমার কাছে খুব ভালো লেগেছিল। তাছাড়াও ইরান ভ্রমণের গত আসরে ইয়াজদ প্রদেশের ইয়াজদ শহরের জামে মসজিদ সম্পর্কিত আলোচনাটি আমার কাছে খুব ভালো লেগেছিল। তেমনিভাবে গত ১১ জুলাই তারিখের ইয়াজদ শহরের বাজার নিয়ে আলোচনা করা হয় যা আমার কাছে খুবই ভালো লেগেছে। সর্বোপরি একটি কথা না বললেই নয়, তাহলো রেডিও তেহরানের বর্তমানে নতুন আঙ্গিকে সাজানো অনুষ্ঠান 'প্রিয়জন' আমি সহ সকল শ্রোতার কাছে খুব ভালো লাগছে।

রেডিও তেহরানের বাংলা বিভাগের নতুন 9965 KHz-এ অনুষ্ঠান আগের চেয়ে ভালো শোনা যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু এলাকায়। যেমন, ঢাকার গুলশান এলাকা থেকে রেডিও তেহরানের কোন সিগন্যালই খুঁজে পাই না, আবার মাঝেমধ্যে খুঁজে পাই কিন্তু প্রচন্ড নয়েজ সাথে রয়েছে। তবে এই ফ্রিকোয়েন্সিতে শ্রবণমান খুবই আনস্টেবল। কোন কোনদিন আমি মোটামুটি  শুনতে পাই, কোনদিন শোনাই যায় না। আর এটিই হলো শর্টওয়েভের একটি বৈশিষ্ট্য। আর সেজন্যেই বিভিন্ন বেতারকেন্দ্রগুলো তাদের বেতার কেন্দ্রের অনুষ্ঠানের জন্য মনিটর নিয়োগ করেন পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্যে। আপনাদের কাছে আমার জানতে চাওয়া- বাংলাদেশের রাজধানী ঢাকাতে আপনাদের কোন মনিটর নিয়োগপ্রাপ্ত আছেন কি না? যদি থাকেন তাহলে তার সম্পর্কে জানতে চাই এবং তার সাথে কথা বলতে চাই, তিনি ঢাকা থেকে কিভাবে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনেন। আশা করি এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আমার স্থায়ী ঠিকানা বাংলাদেশের ফরিদপুর জেলাতে হলেও বর্তমানে কর্মস্থল ঢাকার গুলশান এলাকায়। সেজন্যই ঢাকা থেকেই রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে আসছি নিয়মিতভাবে এবং সেটা ফেসবুক ও অনলাইনের মাধ্যমে।

 

এম. জামাল আহমেদ সুবর্ণ

সভাপতি- ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব

গ্রামঃ কানখরদী, ডাকঃ কমলেশ্বরদী (খানকা)- ৭৮৬০.

উপজেলাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর।

 

ভালবাসার রূপালী সুর