Saturday, September 5, 2020

ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে একজন ইয়ুথ রিপ্রেজেন্টেটিভ

ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে একজন ইয়ুথ রিপ্রেজেন্টেটিভ 

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী তরুনরা, আগামী দিন গুলো কেমন হওয়া উচিত এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করছেন UN75 সার্ভের মাধ্যমে । এবার আপনার পালা । আপনার মতামত জাতিসংঘের কাছে খুবই গুরুত্বপূর্ণ । তাই আজি জানিয়ে দিন, করোনা পরবর্তী সময় কিরকম হওয়া উচিত।

জরিপে অংশ নেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর।
আর হ্যা, একটি সাদা কাগজে “I had my say #UN75” এই উক্তিটি লিখে সেলফি তুলে পোষ্ট করুন আপনার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আর আহ্বান করুন আপনার বন্ধুদেরও। পোষ্ট করার সময় অবশ্যই #UN75 হ্যাশট্যাগটি লিখতে ভুলবেন না।
ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে একজন ইয়ুথ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি কিভাবে এই বিশ্বের পজিটিভ পরিবর্তন চান, জাতিসংঘের মহাসচিবের কাছে আপনার প্রত্যাশা কি, জানান আমাদের। আমরা অপেক্ষায় থাকবো আপনার মতামতের।
পুরো সার্ভেটি আপনি চাইলে বাংলাতেও দেখতে পাবেন। এরজন্য সার্ভে লিঙ্কে গিয়ে ভাষা সিলেক্ট করুন "বাংলা"।
UNICEF Bangladesh Volunteer Initiative Team


ভালবাসার রূপালী সুর