রেডিও তেহরান মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-১০)
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত 'মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-১০)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ মার্চ-২০২১।
প্রশ্নমালা:
প্রশ্ন-১: ইরান কবে থেকে সম্পূরক প্রটোকলের আওতায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র পরিদর্শকদের পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ বন্ধ করে দিয়েছে?
প্রশ্ন-২: পবিত্র কুরআনে কাকে 'কাওসার' হিসেবে উল্লেখ করা হয়েছে?
প্রশ্ন-৩: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী কবে বোমা হামলার শিকার হয়েছিলেন?
(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমের সহযোগিতা নেওয়া যেতে পারে)
নিয়মাবলি:
১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে অবশ্যই একটি ছবি পাঠাতে হবে।
২. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
৩. ইমেইলে সাবজেক্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-১০' লিখতে হবে।
৪. উত্তর পাঠানোর ঠিকানা: quiz.iribbangla@gmail.com
৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৬. বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হবে।
৭. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
সংগ্রহঃ- পার্সটুডে