নতুন শিক্ষা পদ্ধতি
১. সাপ্তাহিক ছুটি ২ দিন।
২. দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
৩. তৃতীয় শ্রেণীর আগে কোনো পরীক্ষাই নেই।
৪. এসএসসি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা।*বাংলা, *ইংরেজি,*গনিত,*বিজ্ঞান, *সামাজিক বিজ্ঞান । মাত্র ৫ দিনেই পরীক্ষা শেষ।
৫. নবম-দশম শ্রেণীতে কোন গ্রুপ ভাগ থাকবে না। সবাই পড়বে দশটি বই। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে এইচএসসিতে ।
মাধ্যমিক পর্যন্ত থাকবে দশটি বই:
১. বাংলা
২. ইংরেজি
৩. গণিত
৪. জীবন ও জীবিকা
৫. বিজ্ঞান
৬. সামাজিক বিজ্ঞান
৭. ডিজিটাল প্রযুক্তি
৮. ধর্মশিক্ষা
৯. ভালো থাকা
১০. শিল্প ও সংস্কৃতি।
উচ্চমাধ্যমিকে বিষয় থাকবে ছয়টা। প্রথম বর্ষে একটি বোর্ড পরীক্ষা হবে এবং দ্বিতীয় বর্ষে একটি বোর্ড পরীক্ষা হবে। দুই পরীক্ষা মিলিয়ে ফলাফল নির্ধারণ করা হবে।
নতুন শিক্ষা পদ্ধতি শুরু হবে:
১. প্রথম থেকে সপ্তম শ্রেণি ২০২২ সাল থেকে
২. অষ্টম শ্রেণি ২০২৩ সাল থেকে
৩. নবম শ্রেণীর ২০২৪ সাল থেকে
৪. এইচএসসি ২০২৬ সাল থেকে
সূত্র: জাতীয় দৈনিক পত্রিকা