Friday, October 2, 2020

রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতা চতুর্থ পর্বের ফল প্রকাশ

রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতা


রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার চতুর্থ পর্বে মোট ৩৫৮ জন  প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৩৩৭ জন। বাকি ২১ জন ভুল (বাংলাদেশ ১৭, ভারত ৪) উত্তর দিয়েছেন। বাংলাদেশ থেকে সঠিক উত্তর দিয়েছেন ৩০৬ জন, ভারত থেকে ৩১ জন। প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ীসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিস্তারিত রেডিও তেহরানের এই লিংকেঃ https://parstoday.com/bn/news/iran-i83542
 বিজয়ীদের নামের তালিকা

এসএমছবেদ আলী

সভাপতি, প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ

চাপরাইল বাজার, কালীগঞ্জ

ঝিনাইদহ-৭৩৫০বাংলাদেশ

 

.২

এম. জামাল আহমেদ সুবর্ণ

সভাপতি- ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব

গ্রামঃ কানখরদী, ডাকঃ কমলেশ্বরদী,

উপজেলাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর, বাংলাদেশ। 

.১

মোঃ জাফর আলী

শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ

হাজী মুহম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

স্থায়ী ঠিকানাঃ ঘাটাইল, টাঙ্গাইল।

 

.৪

শাহজালাল হাজারী

মাহমুদাবাদ নামাপাড়া

মুছাপুররায়পুরানরসিংদী।

বর্তমানে- কুয়েত প্রবাসী

.৩

 

 

পারভিনা নাসরিন

ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব

নওপাড়া শিমুলিয়া

জেলা: মুর্শিদাবাদ পশ্চিম বঙ্গভারত।

.৫

 

অনলাইন কুইজ প্রতিযোগিতা-(পর্ব-)-এর উত্তরগুলো মিলিয়ে নিন

প্রশ্ন-১. 'জেনারেল কাসেম সোলাইমানি' নামের ইরানি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কত?

উত্তর:  ১৪০০ কিলোমিটার

প্রশ্ন-২. কারবালা বিপ্লবের শীর্ষস্থানীয় সেনাপতি ও পতাকাবাহী হযরত আবুল ফজল আব্বাস (আ.)-এর জন্মদিন- ইরানে কী দিবস হিসেবে পালিত হয়? 

উত্তর: 'রুজই জানবজান' বা 'যুদ্ধহতদের দিবস' হিসেবে পালিত হয়।

প্রশ্ন-৩.  রাজতান্ত্রিক সৌদি সরকার কবে থেকে দারিদ্র-পীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে? 

উত্তর: ২০১৫ সালের ২৬ মার্চ থেকে (যারা শুধু ২০১৫ লিখেছেন তাদের উত্তরও সঠিক বলে গ্রহণ করা হয়েছে)।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

ভালবাসার রূপালী সুর