Sunday, September 13, 2020

ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব ,কুইজ - ৫

ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব ,কুইজ - ৫

 ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব কুইজ - ৫

বাংলাদেশ বেতার সম্পর্কে জানতে ও বুঝতে "ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" আয়োজন করেছে কুইজ প্রতিযোগিতা ২০২০। ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব ,কুইজ - ৫ এর বিষয়বস্তু উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান। উল্লেখ করা দরকার প্রতিমাসে বাংলাদেশ বেতার কেন্দ্রিক একটি করে কুইজ দেওয়া হবেপ্রতি কুইজ-ই থাকবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সম্পর্কিত।

কুইজ ৫ : বাংলাদেশ বেতারের উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় কি?


উত্তর পাঠানোর শেষ তারিখ সেপ্টেম্বর ৩০, ২০২০ রাত ১২টার মধ্যে।
উত্তর পাঠানোর লিংক - https://forms.gle/QFnSbUBgYiwSwh7A9
বিঃদ্রঃ ছবি আপলোড করার জন্য ছবিটিকে 1MB এর মধ্যে রাখতে হবে।

এই কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে ০৩ (তিনজন) বন্ধুকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।

………………………………………………………………………………………………………………………বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত জনপ্রিয় ও শ্রোতানন্দিত একটি বেতার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। সমসাময়িক বিষয় ভিত্তিক তথ্য নিয়ে অনুষ্ঠান করে থাকে এই ম্যাগাজিনটি উত্তরণ প্রচারিত হয় প্রতি রবিবার থেকে শুক্রবার রাত ০৯:০৫ মি. থেকে ০৯:৩০মি. পর্যন্ত। উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ এবং এফ এম ১০৬.০ মেগাহার্জ, এছাড়াও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এই ঠিকানায়।


…………………………………………
Organized by: Bhalobashi Radio shrota Club, Sponsored by: Voice of DXing.

ভালবাসার রূপালী সুর