ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব কুইজ - ৫
বাংলাদেশ বেতার সম্পর্কে জানতে ও বুঝতে "ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" আয়োজন করেছে কুইজ প্রতিযোগিতা ২০২০। ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব ,কুইজ - ৫ এর বিষয়বস্তু উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান। উল্লেখ করা দরকার প্রতিমাসে বাংলাদেশ বেতার কেন্দ্রিক একটি করে কুইজ দেওয়া হবে, প্রতি কুইজ-ই থাকবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সম্পর্কিত।
কুইজ ৫ : বাংলাদেশ বেতারের উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় কি?
এই কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে ০৩ (তিনজন) বন্ধুকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
………………………………………………………………………………………………………………………বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত জনপ্রিয় ও শ্রোতানন্দিত একটি বেতার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। সমসাময়িক বিষয় ভিত্তিক তথ্য নিয়ে অনুষ্ঠান করে থাকে এই ম্যাগাজিনটি। উত্তরণ প্রচারিত হয় প্রতি রবিবার থেকে শুক্রবার রাত ০৯:০৫ মি. থেকে ০৯:৩০মি. পর্যন্ত। উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ এবং এফ এম ১০৬.০ মেগাহার্জ, এছাড়াও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এই ঠিকানায়।