Friday, August 21, 2020

"ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" প্রদান করলো ৪টি ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার


"ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" এর ফেসবুক গ্রুপে হাজার সদস্য পূর্ণ হওয়ায় বিশেষ পুরস্কার

পুরস্কার প্রদান করা হলো ৪টি ক্যাটাগরিতে  

প্রথম ক্যাটাগরিতে থাকছে হাজার সদস্য পূর্ণ উপলক্ষে বিশেষ একটি কুইজ প্রতিযোগিতা। আর কুইজের সঠিক উত্তরদাতা বন্ধুদের মধ্য থেকে তিনজন ভাগ্যবান পুরস্কার বিজয়ী বন্ধু হলেনঃ-

১ম বিজয়ী বন্ধু আব্দুর রাজ্জাক হৃদয়, বেলকুচি সিরাজগঞ্জ

২য় বিজয়ী বন্ধুঃ- জ্যোৎস্না আক্তার, নারায়ণগঞ্জ

৩য় বিজয়ী বন্ধুঃ- প্রদীপ চন্দ্র কুন্ডু, ভারত


  দ্বিতীয় ক্যাটাগরিতে থাকছে "ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" এর সেরা মডারেটরদের নির্বাচন। তারা হলেনঃ-

১ম সেরা মডারেটরঃ- শাহজালাল হাজারী 

২য় সেরা মডারেটরঃ- Noor Alom



তৃতীয় ক্যাটাগরিতে থাকছে "ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" ফেসবুক গ্রুপে যাদের অবদান সবচেয়ে বেশি অর্থাৎ আমরা নির্বাচন করবো আমাদের গ্রুপের টপ কন্ট্রিবিউটরদেরকে। তারা হলেনঃ-


১ম টপ কন্ট্রিবিউটরঃ- ইসরাফিল ইসলাম

২য় টপ কন্ট্রিবিউটরঃ- Skr Sujon Kumar Roy

 টপ কন্ট্রিবিউটরঃ- MD Rabiul Hoq


চতুর্থ ক্যাটাগরিতে থাকবে "ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" এর ফ্যানপেইজের টপ ফ্যান নির্বাচন। তারা হলেনঃ-

. Zakir Hossain

. Jui Kaminy

এছাড়াও রয়েছে "ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" এর নিজস্ব অনুষ্ঠান এবং মাসিক কুইজ প্রতিযোগিতা, সেখানেও থাকছে পুরস্কারের ব্যবস্থা

আপনাদের সকলকে "ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। "ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব" এর ফেসবুক গ্রুপ, ফ্যানপেইজ ওয়েব সাইটের সাথেই থাকুন

 

★ বিঃদ্রঃ ভালবাসি রেডিও শ্রোতা ক্লাব এর বিশেষ কুইজের পুরস্কার স্পন্সার করেছেন বেলকুচি, সিরাজগঞ্জ বর্তমান মালয়েশিয়ার বন্ধু মোঃ ইব্রাহিম হোসেন হৃদয়।

ভালবাসার রূপালী সুর