★ কুইজ প্রতিযোগিতা-২০২০ ★ ক্লাব কুুইজ: ০৪
বাংলাদেশ বেতার সম্পর্কে জানতে ও বুঝতে "ভালবাসি রেডিও শ্রোতা
ক্লাব" আয়োজন করেছে কুইজ প্রতিযোগিতা ২০২০। প্রতিমাসে
বাংলাদেশ বেতার কেন্দ্রিক একটি করে কুইজ দেওয়া হবে, প্রতি
কুইজ-ই থাকবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সম্পর্কিত।
ক্লাব কুইজ ০৪ প্রশ্ন:
বাংলাদেশ বেতারে উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান প্রথম কত সালে প্রচার শুরু হয়?
প্রতিযোগিতার নিয়মাবলী:
- উত্তর পাঠাতে হবে আগস্ট ৩১, ২০২০; রাত ১২টার মধ্যে।
- কুইজের উত্তর পাঠাবেন bhalobashi.rsc@gmail.com এই ইমেইল ঠিকানায়।
- অথবা https://forms.gle/XSY6NuaLWCFAEvvz7 এই ঠিকানায়।
- আপনারা দুটি মাধ্যমের যেকোনো একটি মাধ্যমে উত্তর পাঠাবেন।
- সাবজেক্টের ঘরে অবশ্যই "ক্লাব কুইজ-৪" কথাটি উল্লেখ করবেন।
এই কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে ০৩ (তিনজন) বন্ধুকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত
জনপ্রিয় ও শ্রোতানন্দিত একটি বেতার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। উত্তরণ প্রচারিত
হয় প্রতি রবিবার থেকে শুক্রবার রাত ০৯:০৫ মি. থেকে ০৯:৩০মি. পর্যন্ত। উত্তরণ
ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ এবং এফ
এম ১০৬.০ মেগাহার্জ, এছাড়াও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd
এই ঠিকানায়।