Monday, July 13, 2020

রেডিও তেহরান বাংলা বিভাগ অনলাইন কুইজ (পর্ব-২)


রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত 'অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-২)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ জুলাই-২০২০। উত্তর পাঠানোর আগে নিয়মাবলি ভালোভাবে পড়ে নিন।

নিয়মাবলি:

উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

ইমেইলে সাবজেন্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-২' লিখতে হবে।

উত্তর পাঠানোর ঠিকানা:  radiotehran1982@gmail.com

সঠিক উত্তরদাতাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তিনজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে

প্রশ্নমালা:

প্রশ্ন-১. ইরানের বৃহত্তম সমুদ্রবন্দরের নাম কী?
প্রশ্ন-২. ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে যে শহীদের কবরের পাশে দাফন করা হয়েছে তার নাম কী?  
প্রশ্ন-৩. ইসরাইলি সেনারা কবে লেবাননে অবস্থিত ফিলিস্তিনিশরণার্থী শিবির সাবরা ও শাতিলায় গণহত্যা চালায়?
 
 কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে ডটকমের (parstoday.com/bn) সহযোগিতা নেওয়া যেতে পারে। 

ভালবাসার রূপালী সুর