বাংলাদেশ বেতার ময়মনসিংহ সম্পর্কে কিছু কথা
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র, মহুয়া-মলুয়ার দেশ ময়মনসিংহ। কৃষি নির্ভর বাংলাদেশের জাতীয় উৎপাদনের এক বিরাট অংশের যোগানদাতাও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এ অঞ্চলের সংস্কৃতির বিকাশ ও লালন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে জনগনের জীবনমান উন্নয়নে সচেতনতা সৃষ্টির নিরিখে বাংলাদেশ বেতার ময়মনসিংহের প্রতিষ্ঠা।
২রা নভেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতার ময়মনসিংহ উদ্বোধন করেন। উদ্বোধনের পরবর্তী দিন অর্থাৎ ৩রা নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৭টা ৫০মিনিট হতে সকাল ১০টা পর্যন্ত সম্প্রচার চলমান রয়েছে।
কেন্দ্রটি ময়মনসিংহ জেলা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাষী ভবন সংলগ্ন ১.৬ একর জায়গার উপর অবস্থিত। বর্তমানে বাংলাদেশ বেতার ময়মনসিংহ থেকে ১০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এফ এম ট্রান্সমিটারের সাহায্যে এফ এম ৯২.০ মেগাহার্জে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।