Thursday, May 7, 2020

করোনাভাইরাস: বাংলাদেশে মসজিদে নামাজের বিধিনিষেধ যেসব শর্তে তুলে দেয়া হচ্ছে

বাংলাদেশে মসজিদে নামাজের বিধিনিষেধ

করোনাভাইরাস: বাংলাদেশে মসজিদে নামাজের বিধিনিষেধ  তুলে দেয়া হচ্ছে। করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারনে সরকার যেসব বিধিনিষেধ জারি করেছিল তার মধ্যে একটি হলো জন সমাগম এড়ানো ও সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মসজিদে নামাজ পড়ায় সাময়িক বিধিনিষেধ।

বাংলাদেশে মসজিদে নামাজের বিধিনিষেধ যেসব শর্তে তুলে দেয়া হচ্ছে

মসজিদে নামাজ পড়তে যেসব শর্ত মানতে হবে:
  • মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে মসজিদ জীবাণূনাশক দিয়ে পরিস্কার করতে হবে।
  • মসজিদের গেটে হ্যান্ড স্যানিটাইজার/সাবান পানি/হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।
  • প্রত্যেক মুসল্লিকে মাস্ক পরে মসজিদে আসতে হবে।
  • মুসল্লিদের বাসা থেকে ওজু করে এবং সুন্নাত নামাজ পড়ে আসতে হবে।
  • কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে তিন ফুট পরপর দাঁড়াতে হবে এবং এক কাতার বাদ দিয়ে কাতার তৈরি করতে হবে।
  • অসুস্থ ব্যক্তিদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশ নিতে পারবে না।
  • মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
  • মসজিদে সেহরি ও ইফতারের আয়োজন করা যাবে না।

ভালবাসার রূপালী সুর