Tuesday, April 28, 2020

রেডিও তেহরান বাংলা বিভাগ

রেডিও তেহরান বাংলা বিভাগ

বিশ্বে যে কয়টি বেতার কেন্দ্র এখনও শর্টওয়েভে বাংলা অুষ্ঠান প্রচার করছে রেডিও তেহরান বাংলা বিভাগ তাদের মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের বিশেষত মুসলিম জাহানের খবরাখবরের অন্যতম মাধ্যম এই রেডিও তেহরান। ভালবাসি রেডিও শ্রোতাক্লাবের সকলের জন্য এখানে রেডিও তেহরান -এর বাংলা বিভাগের কিছু কথা এখানে তুলে ধরা হলো।

রেডিও তেহরান বাংলা বিভাগ সম্পর্কে কিছু কথা

আপনাদের জন্য আজকে নিয়ে এলাম রেডিও তেহরান -বাংলা বিভাগ অনুষ্ঠান সম্পর্কে কিছু তথ্য। রেডিও তেহরান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানের সম্প্রচার ১৯৮২ সালের ১৭ এপ্রিল থেকে শুরু হয়।

বর্তমানে প্রতিদিন এক ঘণ্টা সন্ধ্যা ও আধা ঘণ্টা নৈশ অধিবেশন সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। এছাড়া, মধ্যপ্রাচ্যের শ্রোতাদের জন্য সান্ধ্য অধিবেশন পর দিন পুনঃপ্রচার করা হয়।

যেভাবে রেডিও তেহরান শুনবেন?

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এবং রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রচারিত হয় শর্টওয়েভ, ইন্টারনেট, স্মার্ট ফোন, ট্যাবলেটে এবং স্যাটেলাইটে।

শর্টওয়েভ

বাংলাদেশ ও ভারতে সান্ধ্য অধিবেশন প্রচারিত হয় শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে ৬১৫০ কিলোহার্টসে এবং সৌদি আরবে ৩১ মিটারব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টসে। আর নৈশ অধিবেশন প্রচারিত হয় শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে ৬১৫০ কিলোহার্টসে।

যোগাযোগের ঠিকানা-

Bangla Program, Radio Tehran , Post Box No- 6767, Tehran : 19395, Islamic Republic of Iran.

বাংলা অনুষ্ঠান, রেডিও তেহরান, জি.পি.ও বক্স নম্বর : ৪০০২, ঢাকা – ১০০০, বাংলাদেশ.

Bangla Program, Radio Tehran, Post Box no: 4222, New Delhi:110048, India.
ইমেইল: bangla@parstoday.com or radiotehran@ws.irib.ir
Tel: +98-21-22013764,
Cel: +98-9035065490

বেতারের নানা খবর একসাথে : বেতার খবর
আর্ন্তজাতিক বেতারের নানা খবরের জন্য ভিজিট করুন : রেডিও ওয়ার্ল্ড

ভালবাসার রূপালী সুর