Tuesday, June 2, 2020

রেডিও তেহরান বাংলা বিভাগ অনলাইন কুইজ (পর্ব-১)

                                       (https://parstoday.com/bn)

সুখবর! সুখবর!! অবশেষে চালু হলো আপনাদের বহুল প্রতীক্ষিত 'অনলাইন কুইজ প্রতিযোগিতা'। মাসিক এই আয়োজনের প্রথম পর্বের উত্তর পাঠানোর শেষ তারিখ ৩০ জুন-২০২০। আকর্ষণীয় পুরস্কারের সুবর্ণ এই সুযোগ কেউ হারাবেন না।

নিয়মাবলী:

•    উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
•    একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
•    ইমেইলে সাবজেন্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-১)' লিখতে হবে।
•    উত্তর পাঠানোর ঠিকানা:  radiotehran1982@gmail.com

সঠিক উত্তরদাতাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তিনজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।

প্রশ্নমালা:

প্রশ্ন-১. মার্কিন হুমকি উপেক্ষা করে ইরান সম্প্রতি ভেনিজুয়েলায় পাঁচটি জ্বালানিবাহী তেল ট্যাংকার পাঠিয়েছে। ট্যাংকারগুলোর নাম কী?

প্রশ্ন-২. রেডিও তেহরান থেকে প্রচারিত 'কুরআনের আলো' অনুষ্ঠানে বর্তমানে (৩০ জুনের আগ পর্যন্ত) কোন্ সূরার তাফসির সম্প্রচার হচ্ছে?

প্রশ্ন-৩. ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কত তারিখে মহাকাশে প্রথম সামরিক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে? উপগ্রহটির নাম কী?

 কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট (https://parstoday.com/bn) এবং অনুষ্ঠানের সহযোগিতা নেওয়া যেতে পারে।

Collection form (https://parstoday.com/bn)




ভালবাসার রূপালী সুর